চুয়াডাঙ্গা শনিবার , ১৮ নভেম্বর ২০২৩

‘রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্যদিয়েই সরকার গঠন হবে’

নিউজ রুমঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৩:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের যে তারিখ রেখেছে নির্বাচন কমিশন সেই ভোটের মধ্য দিয়েই নতুন সরকার গঠন হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। ভোটের মধ্যদিয়েই সরকার গঠন হবে; অস্ত্র হাতে না, রাতের অন্ধকারে না। “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”- এ স্লোগান দিয়ে মানুষকে আমরা ভোট নিয়ে সচেতন করি। ভোট ও ভাতের অধিকার আদায়ে সংগ্রাম করি। যে ক্ষমতা সেনানিবাসে বন্দি ছিল সেটা জনগণের হাতে ফিরিয়ে দিই আমরা।’ গতকাল শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টানা তিন মেয়াদে সরকার পরিচালনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের উন্নয়নের পরিকল্পনা তৃণমূলের মানুষকে লক্ষ্য রেখেই করা। শুধুমাত্র মুষ্টিমেয় লোক লাভবান হবে- যা ক্ষমতায় আসলে স্বৈরশাসকরা করতো, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু এলিট শ্রেণি তৈরি করতো, হাতে সমস্ত ব্যবসা-বাণিজ্য, ধনসম্পদ তুলে দিয়ে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করত। আমাদের সেটা ছিল না, আমাদের ছিল জনগণের ক্ষমতার ক্ষমতায়ন; তৃণমূলের মানুষ যাতে ক্ষমতা পায় তা করা।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা সারা বাংলাদেশে সংগঠনগুলোকে শক্তিশালী করার চেষ্টা করেছি। মানুষের মধ্যে আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছি। একটা দল টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর মানুষের বিশ্বাস-আস্থা অর্জন করা কঠিন। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করেছি। এ ১৪ বছরে বাংলাদেশে বিরাট পরিবর্তন আমরা আনতে পেরেছি। আজকে মানুষকে বিদেশি পুরান কাপড় এনে পরাতে হয় না। দেশের মানুষকে খাদ্যের জন্য হাহাকার করতে হয় না।’

‘ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সচেতন করেছি’:

অবৈধভাবে ক্ষমতা দখলের যে ইতিহাস বাংলাদেশের আছে সেই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদের ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ বলে রায় দিয়েছে। তাদের হাতে গড়া দলের কাছ থেকে শুনতে হয় নির্বাচন, বিএনপির আমলে যত নির্বাচন হতো মানুষ ভোটই দিতে পারেনি, ভোট চুরির অপরাধে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল।’ তিনি বলেন, ‘ভোট চুরি করলে এ দেশের মানুষ মেনে নেয় না। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে তাদের সচেতন করেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।