রাজশাহীতে ৮ কলেজের কেউ পাস করেনি

সমীকরণ ডেস্ক: এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৮টি কলেজের সব শিক্ষার্থী ফেল করেছে। বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। শতভাগ ফেল করা কলেজগুলো হলো, নওগাঁর আত্রাই উপজেলার শিবগঞ্জ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, বদলগাছি উপজেলার মিঠাপুর আদর্শ কলেজ, ধামইরহাট উপজেলার পোড়ানগর মডেল কলেজ,  রাজশাহীর বাগমারা উপজেলার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, সিরাজগঞ্জ সদর উপজেলার চৌগাছা ওমেন্স কলেজ, তাড়াস উপজেলার জহির উদ্দীন বিজ্ঞান ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈড় নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং লালপুর উপজেলার ধুপইল কলেজ। সামসুল কালাম আজাদ জানান, এই আটটি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ জন। এর মধ্যে পুড়ানগর মডেল কলেজে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। আর মিঠাপুকুর আদর্শ কলেজে পরীক্ষার্থী ছিল সর্বোচ্চ পাঁচজন। পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এসব কলেজে এত কম সংখ্যক পরীক্ষার্থী থাকার পরেও তারা কেন ফেল করেছে তা জানতে কলেজ কর্তৃপক্ষকে শো’কজ করা হবে।