প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর নামক স্থানে যাত্রীবাহী আলগামন উল্টে ৬ শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে কিরামত আলী (৪৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে জহুরুল (৪০), আবুল হোসেনের ছেলে উজ্জ্বল (৪০), সাইফুদ্দিন (৪০), ইকরামুলের ছেলে সজল (১৭) ও নবিছদ্দীনের ছেলে ফারুক হোসেন (৩৫)। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহত শ্রমিকরা মেহেরপুরের মুজিবনগরে কাজ শেষ করে আলগামনযোগে নিজ গ্রামে ফিরছিল। এসময় মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে আলগামনটি অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রী বোঝাই আলগামনটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গাড়িতে শ্রমিকরা আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স-এর সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পেঁৗঁছে দেয়।
