চুয়াডাঙ্গা বুধবার , ২৪ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের বাবার চরিত্রে আমির

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ২৪, ২০১৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

aamir-khanবিনোদন ডেস্ক: সঞ্জয় দত্তের জীবনী নিয়ে দত্ত শিরোনামের সিনেমা তৈরি করছেন নির্মাতা রাজকুমার হিরানি। এতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আমির খানকে। রাজকুমার হিরানি অভিনেতা আমির খানকে দত্ত সিনেমার চিত্রনাট্য শুনিয়েছেন। চিত্রনাট্য শুনে বন্ধু এবং পরিবারের লোকজনের কাছে এর প্রশংসা করেছেন পিকে খ্যাত এ অভিনেতা। দত্ত সিনেমায় সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছেন রাজকুমার হিরানি। সূত্রটি সংবাদমাধ্যমকে আরো জানান, যদি সুনীল দত্তের চরিত্রটি সিনেমায় কেউ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন তিনি আমির খান। আমিরের পরবর্তী সিনেমা দাঙ্গাল-এ বাবার চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। রাজকুমার হিরানি এবং আমির খুব ভালো বন্ধু। এ নির্মাতার থ্রি ইডিয়টস সিনেমায় অভিনয় করেছেন আমির। দেখা যাক দত্ত সিনেমায় তিনি অভিনয় করেন কিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।