ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে চালের গুড়া ও রঙ মিশিয়ে তৈরি হচ্ছে খাঁটি হলুদের গুড়া। দীর্ঘদিন ধরে নলডাঙ্গা সড়কের লোভী ব্যবসায়ী সাইফুল ইসলাম এই ভেজাল গুড়া বাজারজাত করে বিক্রি করছিলেন। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ওই প্রতারক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে একটি দোকানে হলুদের সঙ্গে চালের গুড়া ও রাসায়নিক রঙ মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেশানোর সময় হাতে-নাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ওই ব্যবসায়ীর জেল হলে এলাকাবাসী আরও খুশি হতো বলে কেউ কেউ মন্তব্য করেন।