চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রঙ ও চালের গুড়া দিয়ে খাঁটি হলুদ তৈরি, জরিমানা

সমীকরণ প্রতিবেদন
জানুয়ারি ১৯, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে চালের গুড়া ও রঙ মিশিয়ে তৈরি হচ্ছে খাঁটি হলুদের গুড়া। দীর্ঘদিন ধরে নলডাঙ্গা সড়কের লোভী ব্যবসায়ী সাইফুল ইসলাম এই ভেজাল গুড়া বাজারজাত করে বিক্রি করছিলেন। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ওই প্রতারক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে একটি দোকানে হলুদের সঙ্গে চালের গুড়া ও রাসায়নিক রঙ মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেশানোর সময় হাতে-নাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ওই ব্যবসায়ীর জেল হলে এলাকাবাসী আরও খুশি হতো বলে কেউ কেউ মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।