রক্ষা পেলেন ওবায়দুল কাদের

চট্টগ্রামে স্মরণ সভা কাচের দরজা ভেঙে জখম আ জ ম নাছির

সমীকরণ প্রতিবেদন:
চট্টগ্রামে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে নেতা-কর্মীদের ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে মাথায় আঘাত পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ আরো কয়েকজন আহত হন। তবে পাশে থেকেও রক্ষা পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

গতকাল বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোছলেম উদ্দিন আহমদের স্মরণ সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন, তখন নেতা-কর্মীদের চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের বেঁচে গেলেও তা পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর।

একই সময় আ জ ম নাছির উদ্দিন ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

আ জ ম নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত বলেন, মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসা নিতে একটি ক্লিনিকে গেছেন। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। তারা বলেছিল, ১০ তারিখ দেশ দখল করবে, পরের দিন খালেদা জিয়া দেশ চালাবে, তারেক রহমানের ডাকে তাদের নেতাকর্মীরা হান্ডি, পাতিল, লোটা কম্বল নিয়ে সাত দিন ধরে এক এক সমাবেশের নামে পিকনিক করেছে। তারা লাল কার্ড থেকে নীরব পদযাত্রার আয়োজন করেছে। আর আজকে শুনলাম নিরীহ মানববন্ধন করবে। বিএনপি লুটপাটের কথা উল্লেখ করে আমাদের বর্গী বলে। আপনারা কি হাওয়া ভবনের কথা ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন আমেরিকা ও সিঙ্গাপুরে বিএনপির পাচার করা হাজার হাজার কোটি টাকার কথা? মনে রাখবেন, বর্গীর চেয়েও ভয়ঙ্কর বিএনপি নামক লুটেরা দল। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে।
অন্য দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্য গয়েশ্বর বাবু বলে, আগামী নির্বাচনে বিএনপি না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সঙ্কটে পড়বে। ২০১৪ সালে তারা নির্বাচনে আসেনি। ২০১৮ সালে বিএনপি এসেও আসেনি কারণ তারা সে নির্বাচনে মাত্র ছয়টি আসন পেয়েছিল। তখন আওয়ামী লীগ নয়, বিএনপি অস্তিত্ব সঙ্কটে পড়েছে। সুতরাং আগামী নির্বাচনে না এলে আওয়ামী লীগ নয়, বিএনপিই অস্তিত্ব সঙ্কটে পরবে। তবে বিএনপি নির্বাচনে না এলে বিএনপির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তারের মতন শত শত আবদুস সত্তার তৈরি হয়ে আছে নির্বাচনে আসার জন্য।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য মৃত্যুবরণকারী সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির শোকসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধান অতিথি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শোকসভায় চটগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক আওয়ামী ছিলেন লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এ ছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ভূমিমন্ত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা।