যে কারণে কলকাতা থেকে ঢাকায় ফিরলেন সিয়াম

বিনোদন প্রতিবেদন:

সিনেমার শুটিংয়ে কলকাতায় ছিলেন চিত্রনায়ক সিয়াম। সেখান থেকে কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। উদ্দেশ্য প্রথমবার সন্তানের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন। আজ এই নায়কের জন্মদিন। দিনটি কিভাবে কাটাবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘জন্মদিন এলে দিনটিকে ঘিরে পুরো পরিকল্পনা সম্পর্কে ধারণা করতে পারি না। তবে যেহেতু বাবা হওয়ার পর এটা আমার প্রথম জন্মদিন তাই আমার পুত্রের সঙ্গেই বেশি সময় কাটবে। আবার আমার ফ্যান ক্লাবের আয়োজনে জন্মদিন ঘিরে অনুষ্ঠানে অংশগ্রহণ করা হতে পারে। মূলকথা দিনটিকে আমি উপভোগ করতে চাই সবার সঙ্গে থেকে, পাশে থেকে। অবশ্যই পরিবার সবার আগে। এছাড়া যাদের অফুরন্ত ভালোবাসায় আমি আজকের সিয়াম, তাদের ভালোলাগা ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে দিনটি নিজের মতো করেই কাটাব।’

প্রসঙ্গত, গত কয়েক দিন কলকাতায় রাজা চন্দ পরিচালিত একটি সিনেমায় টানা শুটিং করেছেন। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ ও পূজা বন্দ্যোপাধ্যায়। শিগগিরই অলকা রঘুরামের পরিচালনায় ‘ইন দ্য রিং’ নামক আরও একটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে ‘অন্তর্জাল’ নামে একটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করছেন। এটি পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। এ সিনেমায় সিয়ামের সহশিল্পী হিসেবে আছেন বিদ্যা সিনহা মিম, সুনেহরা বিনতে কামাল। সর্বশেষ সিয়াম অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ নামে একটি সিনেমা মুক্তি পায়।