ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

যেমন বাপ তেমন ছেলে!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সুবদিয়া থেকে খুলনার যাত্রা দলের শিল্পী রুপাকে উদ্ধার করে থানা হেফাজতে দিয়েছে স্থানীয়রা। জানা গেছে, তিতুদহের শুকুর আলির ছেলে শুভ ফোনে খুলনার যাত্রা শিল্পী রুপাকে (১৮) জানাই গড়াইটুপি মেলা আবার শুরু হয়েছে, তুমি চলে এসো। ফোনে জানার পর রুপা গতকাল বিকালে সরোজগঞ্জ বাজারে এসে শুভকে ফোন দিলে শুভ তার বন্ধু এনামুল ও একটি যাত্রা পেন্ডেলের মালিক রাজা এসে রুপাকে নিয়ে সুবদিয়া সিপির পাশে অবস্থিত একটি কোয়ার্টারে নিয়ে রাখে আর বলে রাতে মেলা শুরু হবে, তুমি আপাতত এখানে থাকো। স্থানীয় অনেকে নাম না প্রকাশ করার শর্তে সাংবাদিকদের জানান, কয়েকজন অল্প বয়সী ছেলের সাথে একটি মেয়েকে ওই বাড়ীতে ঢুকতে দেখে আমাদের সন্দেহ হয়, পরে আমরা লোকজন নিয়ে ওই বাড়ীতে যাওয়ার আগেই তিতুদহের শুকুর আলির ছেলে শুভ, এনামুল ও রাজা পালিয়ে যায়। পরে আমরা পুলিশে খবর দিলে তিতুদহ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং যাত্রা শিল্পী রুপা পুলিশ হেফাজতে নেন। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, তিতুদহের শুকুর আলি এখন স্বাক্ষর জালিয়াতি মামলায় পলাতক, তার ছেলে মেলা চালানোর প্রচার করে বেড়াচ্ছে এলাকায়, তারই সূত্র ধরে যাত্রার এই মেয়েটিকে নিয়ে আসছিলো মিথ্যা কথা বলে। আমরা রুপার অভিভাবকদের খবর দিয়েছি তারা এসে রুপা থানা থেকে নিয়ে যাবেন। যেমন বাপ তেমন তার ছেলে বলেও জানান ওসি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

যেমন বাপ তেমন ছেলে!

আপলোড টাইম : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সুবদিয়া থেকে খুলনার যাত্রা দলের শিল্পী রুপাকে উদ্ধার করে থানা হেফাজতে দিয়েছে স্থানীয়রা। জানা গেছে, তিতুদহের শুকুর আলির ছেলে শুভ ফোনে খুলনার যাত্রা শিল্পী রুপাকে (১৮) জানাই গড়াইটুপি মেলা আবার শুরু হয়েছে, তুমি চলে এসো। ফোনে জানার পর রুপা গতকাল বিকালে সরোজগঞ্জ বাজারে এসে শুভকে ফোন দিলে শুভ তার বন্ধু এনামুল ও একটি যাত্রা পেন্ডেলের মালিক রাজা এসে রুপাকে নিয়ে সুবদিয়া সিপির পাশে অবস্থিত একটি কোয়ার্টারে নিয়ে রাখে আর বলে রাতে মেলা শুরু হবে, তুমি আপাতত এখানে থাকো। স্থানীয় অনেকে নাম না প্রকাশ করার শর্তে সাংবাদিকদের জানান, কয়েকজন অল্প বয়সী ছেলের সাথে একটি মেয়েকে ওই বাড়ীতে ঢুকতে দেখে আমাদের সন্দেহ হয়, পরে আমরা লোকজন নিয়ে ওই বাড়ীতে যাওয়ার আগেই তিতুদহের শুকুর আলির ছেলে শুভ, এনামুল ও রাজা পালিয়ে যায়। পরে আমরা পুলিশে খবর দিলে তিতুদহ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং যাত্রা শিল্পী রুপা পুলিশ হেফাজতে নেন। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, তিতুদহের শুকুর আলি এখন স্বাক্ষর জালিয়াতি মামলায় পলাতক, তার ছেলে মেলা চালানোর প্রচার করে বেড়াচ্ছে এলাকায়, তারই সূত্র ধরে যাত্রার এই মেয়েটিকে নিয়ে আসছিলো মিথ্যা কথা বলে। আমরা রুপার অভিভাবকদের খবর দিয়েছি তারা এসে রুপা থানা থেকে নিয়ে যাবেন। যেমন বাপ তেমন তার ছেলে বলেও জানান ওসি।