যেভাবে সাইলেন্ট অবস্থায় ফোন হারালেও খুঁজে পাবেন

hfdsaপ্রযুক্তি ডেস্ক: অনেকেরই স্বভাব থাকে এদিক ওদিক মোবাইল ফোন ফেলে ছড়িয়ে রাখা। আর তার ফলে যা হওয়ার তাই হয়। হারিয়ে ফেলেন সাধের দামী ফোনটি। আর যদি তা আবার সাইলেন্ট মোডে থাকে, তাহলে তো আর কথাই নেই। ফিরে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবে এবার সেই সমস্যার সমাধান এসে গিয়েছে। সাইলেন্ট অবস্থায় যদি আপনি মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন, তাহলে এবার ফিরে পেতে পারেন। জেনে নিন কীভাবে। আপনার ফোনটি যদি স্মার্ট ফোন হয়, আর আপনি সেই ফোনটি যদি সাইলেন্ট অবস্থায় হারিয়ে ফেলেন, তাহলে আর চিন্তা করার দরকার নেই। কারণ, এবার আপনি ফিরে পেতে পারেন সেই ফোন। কাজে লাগান গুগল ডিভাইস ম্যানেজারকে। ১) গুগল ডিভাইস ম্যানেজারে গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে সাইন ইন করুন। ২) এবার আপনি সেখানে ৩টি অপশন পাবেন। রিং-সাইলেন্ট অবস্থায় ৫ মিনিটের মধ্যে আপনার ফোনটি বেজে উঠবে। লক-আপনার ডিভাইসটি নতুন পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন। ইরেজ-আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের সমস্ত তথ্য মুছে ফেলতে পারবেন। এই ৩টি অপশনের মধ্যে যেটা আপনি চান, সেখানে ক্লিক করুন।