চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি

নিউজ রুমঃ
মার্চ ৩০, ২০২৩ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে মহাজনপুর বাজারপাড়ায় মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু তাঁকে কুপিয়ে জখম করেন। জখম মান্নান মহাজনপুর গ্রামের ওমর আলীর ছেলে। অভিযুক্ত মিঠু ইউনিয়নের কোমরপুর গ্রামের রেজাউল হকের ছেলে।

এদিকে, পল্লী চিকিৎসককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত মিঠুকে গণপিটুনি দেয়। দুজনকেই উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাজনপুর বাজারপাড়া এলাকায় ফজলু নামের এক ব্যক্তির জমি আব্দুল মান্নানের ভাগ্নে তাপু ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকেই ওই জমি নিয়ে মিঠুর সাথে বিরোধ চলে আসছিল পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের। এরই মধ্যে গতকাল বিকেলে আব্দুল মান্নার ওই জমিতে থাকা গাছের ডাটা পাড়তে গেলে মিঠুর সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় মিঠু দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা মিঠুকে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গণপিটুনির শিকার মিঠুকেও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।