সমীকরণ প্রতিবেদন:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে চুয়াডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর রোমেলা মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, মেডিকেল অফিসার ডা. মাসুম, ব্যাংকার রুহুল মিঠুন, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোমিন, সাধারণ সম্পাদক রানা, মোস্তাফিজুর মাজু, জেহেলা ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য সাইফুল সাংবাদিক, মুসাব, সাজু, চিত্র পরিচালক অজয় কুমার পাল, আজম, চান্দু, শাকিল, রিপন, বিশ্ব, নাফিস, মোবিন প্রমুখ।
এসময় যুবলীগের কেন্দ্রীয় সদস্য জুবায়ের আহমেদ সাব্বির বলেন, বাংলাদেশের ইতিহাসে কঠিন জীবন-সংগ্রামের মধ্যে বেড়ে ওঠার নাম যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সময় যতই কঠিন হোক, শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধুর আদর্শ এবং তাঁর পিতা শেখ ফজলুল হক মণির দূরদর্শী রাজনৈতিক চেতনা লালন করে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি দক্ষ সংগঠক হিসেবে ইতোমধ্যে নিজের আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছেন। নিশ্চয় বাংলার যুব সমাজ আপনার দিকে তাকিয়ে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে হৃদয়ে বিশ্বাস করি।’
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত