চুয়াডাঙ্গা শুক্রবার , ২৩ জুন ২০২৩

যুক্তরাষ্ট্রে মেসির সঙ্গী বুস্কেটস

নিউজ রুমঃ
জুন ২৩, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন:
নিজের গন্তব্য নিশ্চিত হওয়ার পর দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেটসকেও নিজের সঙ্গে ইন্টার মায়ামিতে নিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জন এবার সত্যি হওয়ার পথে। স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে এই স্প্যানিশ তারকার আনুষ্ঠানিক চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।

এবারের ইউরোপিয়ান দলবদলের মৌসুমের শুরুতেই সবার আলোচনার মধ্যমণি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার মেসি। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কোথায় হবে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ঠিকানা। প্রতিদিনিই এ সংক্রান্ত খবরে ভর্তি ছিল সংবাদমাধ্যমগুলো। অবশেষে অন্য সব গুঞ্জন উড়িয়ে মেসি নিজের ঠিকানা হিসেবে মার্কিন মুল্লুককেই বেছে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।