বিশ্ব প্রতিবেদন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব আছে বলে নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা ভোট দেবেন বলে দাবি করেছেন ট্রাম্প নিজে। তার ছেলে ডলান্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে এরই মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের কাছে ভোটপ্রচারণা শুরু হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের বন্ধুত্বের সম্পর্ক টেনে আনেন ট্রাম্প। তিনি বলেন, তারা যৌথ র্যালি করেছেন। মোদির সঙ্গে তার এমন র্যালি হয়েছে যুক্তরাষ্ট্রে আবার ভারতেও। এরফলে ভারতীয় মার্কিনিরা তাকে সমর্থন দেবেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ট্রাম্প বলেছেন, ভারত থেকে আমাদের দৃঢ় সমর্থন আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আমার প্রতি কড়া সমর্থন আছে। আমি মনে করি, জনগণ বিশেষ করে ভারতীয়রা ট্রাম্পকে ভোট দেবেন। ওদিকে ছেলে ডনাল্ড ট্রাম্প ও তার পার্টনার কিমবারলি গিলফোলে নিজেদেরকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারা ট্রাম্প-মোদি র্যালির ভিডিও ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। এর মধ্য দিয়ে তারা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদেরকে ডেমোক্রেট শিবির থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করছেন। জরিপে বলা হচ্ছে, তারা তা অনেকটা সফলভাবে করতে পারছেন। তবে তারা যেসব এলাকায় প্রচারণা চালাচ্ছেন তা নিয়ে মন্তব্য করেছেন অনেক শিক্ষাবিদ। তারা বলেছেন, যে পরিমাণ ভোটার মন পরিবর্তন করছেন তাদের সংখ্যা মার্জিনাল বা প্রান্তিক। এখনও ডেমোক্রেটদের সেখানকার তিন ভাগের দুই ভাগেরও বেশি ভোটার পছন্দ করে। ট্রাম্প বলেছেন, আমি ভারতকে জানি। আমি জানি কিমবারলি, ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভানকা ট্রাম্পকে। তারা খুবই উত্তম যুব শ্রেণির। ভারতের সঙ্গে তাদের সম্পর্কও চমৎকার, এটা আমার সঙ্গেও।