বিশ্ব ডেস্ক:
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে করোনায় ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৬ এ দাঁড়িয়েছে। শুক্রবার ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৫৫১ জনের করোনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ জন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। যুক্তরাজ্য ৯ এপ্রিল করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংখ্যক লোকের মৃত্যু রেকর্ড করা হয়। ওই দিন ৯৮০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়। এর পর থেকে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমে ৮০০ এর নিচে চলে আসে। তবে ১৫ এপ্রিল থেকে আবারও মৃতের সংখ্যা ৮০০ ছাড়াতে শুরু করে। ব্রিটিশ স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩০ জনের বয়স ৩৪ থেকে ৯২ বছরের মধ্যে যাদের আগে থেকে কোনো শারীরিক সমস্যা ছিল না।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।