যানজট এড়াতে আসছে উড়ন্ত ট্যাক্সি
- আপলোড টাইম : ১২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
- / ৪১২ বার পড়া হয়েছে
প্রযুক্তি ডেস্কঃ ঢাকা বিশ্বের দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর মধ্যে অন্যতম। ১৯৭১ সালে যেখানে নগরটিতে মাত্র ৩০ লাখ জনসংখ্যা ছিল, সেখানে আজ জনসংখ্যা বেড়ে দেড় কোটির ওপরে দাঁড়িয়েছে। জনসংখ্যার এই নজিরবিহীন বৃদ্ধির ফলে ঢাকা নগর টোকিও, সাংহাই, মুম্বাই অথবা অন্য সব প্রধান নগরের তুলনায় বেশি ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়েছে। রাজধানীর ক্রমোন্নতি আংশিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রতিনিধিত্ব করে, যা বছরে ৬ শতাংশেরও বেশি হারে বেড়েছে। তবে উন্নতি হলেও শহরের পরিবহনব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। ঢাকা বিশ্বের সবচেয়ে ভয়াবহ যানজটের নগরীতে পরিণত হয়েছে। ঢাকার মতো বিশ্বের অনেক শহরবাসীকেই যানজটে ভুগতে হয়। এ রকম যানজটের শহরের কথা মাথায় রেখে এবার উড়ন্ত ট্যাক্সি আনতে চলেছে এয়ারবাস। ওলা-উবেরের মতোই মোবাইল অ্যাপে বুক করা যাবে উড়ুক্কু ট্যাক্সি। ড্রোনের আদলে তৈরি চালকবিহীন এই সিটি এয়ারবাস নাকি আগামী বছরেই পরীক্ষামূলকভাবে উড়তে এমন ঘোষণা দিয়েছে এয়ারবাস। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত এয়ারবাস তাদের এই ইলেকট্রিক এয়ারক্রাফটের ডিজাইনের কথা গোপনই রেখেছে। দুই বছর ধরে এটি নিয়ে কাজ করছে তারা।