ঝিনাইদহ অফিস:ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার মোকিমপুর গ্রামের আজাদুর রহমান টোটন যশোরে পুলিশের সাথে কথিত গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর বাঘারপাড়ায় ছিনতাইকালে তিন ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে আটক হন টোটনসহ ৩ জন। তাদের মধ্যে টোটন বুধবার দিনগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশের দাবী আজাদুর রহমান টোকনকে পুলিশ হেফাজতে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর জেনারেল হাসপাতালে আনা হচ্ছিল। পথে সহযোগীরা বোমা ফাটিয়ে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছিল। আজাদুর ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে। অস্ত্র মামলায় তিনি দশ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিল। যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বুধবার দিনগত রাতে যশোর-ঝিনাইদহ সড়কে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলির লড়াই চলছে বলে খবর পায় পুলিশ। রাত ২টার দিকে পুলিশ মথুরাপুর ফিলিং স্টেশনের অদূরে অবস্থান নেয়। এ সময় সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে সন্ত্রাসীরা হটে গেলে সেখান থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনা হয়।’ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এম আবদুর রশিদ রাত আড়াইটায় জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মাথায় এক রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যুহয়। টোকনের নামে ঝিনাইদহ ও যশোর থানায় ১০ টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে এবং একটি মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত আসামী ছিল টোকন। সে কালীগঞ্জ কাষ্টভাংগা ও যশোর এলাকায় থাকতো। কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূবের কাছে থাকতো টোটন। মুলত ওই চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে টোটন বিভিন্ন অপরাধ মুলক ঘটনা ঘটাতো বলে পুলিশ জানায়। তার ভয়ে কালীগঞ্জের কাষ্টভাংগা এলাকায় কেউ ভয়ে কথা বলতে পারতো না। এদিকে ইউপি চেয়ারম্যান আইয়ূবকেও যশোর ডিবি পুলিশ আটক করে। কিন্তু অভিযোগ উঠেছে দুই জন জনপ্রতিনিধির চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডিবি পুলিশ।
হোম আজকের পত্রিকা প্রথম পাতা যশোর-ঝিনাইদহ সড়কে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলির লড়াই হরিণাকুণ্ডু মোকিমপুরের সন্ত্রাসী টোটন...
সর্বশেষ আপডেট
বৈরি আবহাওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বিঘ্নিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হয়েছে। গতকাল শুক্রবার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক...
আগামী ছয় মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজছে। আমরা বুঝতে পারছি। ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে শেখ হাসিনার...
বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে কিশোর নিখোঁজ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আল ইমরান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ...
কালীগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানু নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জের...
ঝিনাইদহে কৃষক নেতা ইমান আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জনপ্রিয় কৃষক নেতা মাস্টার ইমান আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়য়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির...