নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার উদ্যোগে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদ ও মাগুরাসহ ৮টি পৌরসভার অংগ্রহনে অনুষ্ঠিত নক আউট পর্বের ফুটবল টূর্ণামেন্টে বেনাপোল পৌরসভাকে ১ গোলে পরাজিত করে চুয়াডাঙ্গা পৌরসভা সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় বেনাপোল মাঠে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা পৌরসভার খেলোয়ার খোকন একমাত্র গোলটি করেন। চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সী জাহাঙ্গীর আলম খোকনের নেতৃত্বে টিম ম্যানেজার মাহবুল ইসলাম সেলিম, সহকারী ম্যানেজার এ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, দলের কোচ মিলন বিশ্বাস, সহকারী কোচ রাজু আহম্মেদ সুমন এবং নাঈম পারভেজ সজল ও জাকির হোসেন জ্যাকিসহ দলের খেলোয়ারদের নিয়ে গতকাল বেনাপোলে পৌছাঁয় চুয়াডাঙ্গা পৌরসভা ফুটবল টিম। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপু অনুষ্ঠত টূর্ণামেন্টে ১গোলে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় টিম ম্যানেজমেন্টসহ খেলোয়ারদের আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়েছেন।