চুয়াডাঙ্গায় অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির মাস্ক বিতরণকালে টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ মাস্ক বিতরণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার যত্রতত্র অটোবাইক পার্কিং করে যাত্রী উঠানো-নামানো না করতে উপস্থিত নের্তৃবৃন্দদের অনুরোধ করেন। একই সাথে করোনা সংক্রমণ ঠেকাতে এই মাস্ক বিতরণ কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুনতাজুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, কার্যকরী সভাপতি শিশির, সহসভাপতি রবগুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নজর আলী, ক্রিড়াবিষয়ক সম্পাদক মুর্শিদ আলী, দপ্তর সম্পাদক কাদের আলী, অর্থ সম্পাদক সোহেল রানা, সদস্য সাব্বির আহমেদ।
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু অটোবাইক শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহরের ভিতরে অটোবাইক দিয়ে যানজট করা যাবে না। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানো-নামানো করা যাবে না। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় শহরের মধ্যে ভাড়া বাড়ানোর জন্য আমরা অতিদ্রুতই প্রশাসনের নিকট অনুরোধ জানাব। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলায় সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে। পরিচয়পত্র বাদে শহরে অটোবাইক চালানো যাবে না। পরিচপত্র বাদে অটোবাইক চালালে সংগঠনের পক্ষ থেকে জরিমানা করা হবে। এ সময় তিনি প্রশাসনের কাছে যাত্রী উঠানো-নামানোর জন্য নির্ধারিত স্থানেরও দাবি জানান।