সরোজগঞ্জে মুদি কর্মচারির হাতে নিহত আলমসাধু চালক তরিকুলের
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে মুদি দোকানের কর্মচারীর হাতে নিহত আলমসাধু চালক তরিকুলের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তরিকুলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। পরে আসরের পর গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, হত্যার ২৪ ঘণ্টা পার হলেও হত্যাকারী মুদি কর্মচারী রিফাতকে আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর সরোজগঞ্জ বাজারের গৌতম স্টোরের কর্মচারী রিফাত উদ্দীনের সঙ্গে আলমসাধু চালক তরিকুল ইসলামের মালামাল নামানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘাতক রিফাত তাঁর হাতে থাকা বুমা (বস্তা থেকে চাল চেক করার জন্য বিশেষ তৈরি চাকু সদৃশ একটি বস্তু) দিয়ে তাঁর পেটে আঘাত করেন। এতে তরিকুল ঘটনাস্থলে লুটিয়ে পড়লে দ্রæত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পথের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন নিহতের পিতা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে তরিকুলের মরদেহ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।