মোবারকগঞ্জ চিনিকলের টারবাইনে ত্রুটি, তিন শ্রমিক বরখাস্ত

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের টারবাইনে যান্ত্রিক ত্রুটির কারণে তিন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে চিনিকল কর্তৃপক্ষ। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে মোচিকের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানান, ইতঃমধ্যে বরখাস্তের নোটিশ মোচিকের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। বরখাস্তকৃত শ্রমিকরা হলেন- আকরব হুসাইন, মো. আরুক ও ফিরোজ হোসেন।

মোচিকের প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা উপ-ব্যবস্থাপক (প্রশাসন) আশেকুজ্জামান স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্রে বলা হয়, দায়িত্বে অবহেলার কারণে ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৩ ডিসেম্বর মিলটিতে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। শুরুর দুদিন পার হতে না হতেই ২৫ ডিসেম্বর ভোরে মিলের পাওয়ার টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বন্ধ হয়ে যায় কারখানার আখ মাড়াইসহ সকল কার্যক্রম। মিলটির যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২৭ ডিসেম্বর বেলা ১১টায় পুনরায় আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। টারবাইনে যান্ত্রিক ত্রুটির পর থেকেই একাধিক তদন্ত কমিটি প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ শুরু করে তাদের দোষী সাব্যস্ত করে।

মোচিক এমডি রাকিবুর রহমান খান বলেন, টারবাইনে ত্রুটির সময় ওই তিনজন শ্রমিক কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্ত ও বিভাগীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের দায়িত্ব অবহেলার বিষয়টি উঠে আসে।