
বিশ্ব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোনার স্ট্রাইপ দেওয়া স্যুট বিশ্বের সবচেয়ে দামি স্যুট হিসেবে স্বীকৃতি পেয়ে স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। উপহার হিসেবে পাওয়া সোনার স্ট্রাইপ স্যুটটি একবারই গায়ে জড়িয়েছেন মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় এটি পরেন তিনি। এ বছরের ফেব্র“য়ারি মাসে স্যুটটি নিলামে তোলা হয়। ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের এক ব্যক্তি প্রায় ৪ কোটি ৩০ লাখ রুপি দিয়ে সেটি কিনে নেন। এত দামে কেনা স্যুট বিশ্বে আর দ্বিতীয়টি নেই। নিলাম থেকে স্যুটটি কেনেন হীরা ব্যবসায়ী ও একটি বেসরকারি এয়ারলাইনের মালিক লালজিভাই তুলসিভাই প্যাটেল। এ জন্য তাকে পরিশোধ করতে হয় ৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৩১১ রুপি। মোদির মন্ত্রিসভার উদ্যোগে এটি নিলামে তোলা হয়। ২০১৫ সালে একজন বিশেষজ্ঞ ডিজাইনার স্যুটটির দাম সম্পর্কে বলেন, এর প্রকৃত মূল্য হতে পারে ৮০ লাখ রুপি থেকে ৫ লাখ রুপি। কিন্তু শেষ পর্যন্ত অসাধারণ মূল্যে সেটি বিক্রি হয়। মোদির স্যুটটিতে সোনার স্ট্রাইপ দিয়ে লেখা হয় তার নাম-নরেন্দ্র দামোদর দাস মোদি। এটি তৈরি করে আহমেদাবাদের গার্মেন্টস কোম্পানি জাদে ব্লু। বহুমূল্যের এ স্যুট পরায় সমালোচনার মুখে পড়তে হয় মোদিকে। তবে প্রেসিডেন্ট ওবামা অভিভূতই হয়েছিলেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া ভোজসভায় কথা বলার সময় তিনি মোদি কুর্তা পরার ইচ্ছা প্রকাশ করেন।