মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগরে মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেদারগঞ্জ বাজারে মোটর শ্রমিক ইউনিয়নের মুজিবনগর শাখার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন, জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক আব্দুর রশিদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দীন। বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনছার ড্রাইভার প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যসহ মোটর শ্রমিক ইউনিয়নের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন নবনির্বাচিত কার্যকরী সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ। শপথ গ্রহণ পাঠ করান জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত সদস্যদের ফুলেল মালা পরিয়ে দেন।