মোটরসাইকেল থেকে পড়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমিরের স্ত্রী নিহত

পরিবার ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া; আজ দাফন
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. আনোয়ারুল হক মালিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আহত হন আনোয়ারা। এসময় স্থানীয়দের সহায়তায় স্বামী আনোয়ারুল হক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। আনোয়ারা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত আমির হোসেনের মেয়ে। তিনি স্বামী সন্তান নিয়ে চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ায় বসবাস করতেন।
এদিকে, আনোয়ারা বেগমের মৃত্যুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে। খবর পাওয়ার পরপরই অনেকে ছুটে আসেন সদর হাসপাতালে। এসময় হাসপাতাল প্রাঙ্গণে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল রাতেই লাশ আমিরপুর গ্রামে নেওয়া হয়। আজ সোমবার সকাল ৯টায় জানাজা শেষে আমিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমা আনোয়ারা বেগম মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
আনোয়ারুল হক মালিক জানান, ‘গতকাল বিকেলে তিনি এবং তাঁর স্ত্রী আনোয়ারা বেগম মেহেরপুর জেলার দরবেশপুর মেয়ের শ্বশুড়বাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা গোকুলখালী বাজার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আনোয়ারা বেগম মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহযোগীতায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম বলেন, ‘আনোয়ারা বেগম মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। তাঁকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মাথায় আঘাতজনিত কারণে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল মেয়ের বাড়ি থেকে মো. আনোয়ারুল হক ও তাঁর স্ত্রী মোটরসাইকেলে চুয়াডাঙ্গার গুলশানপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। তারা আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি বাজারের কাছে পৌঁছালে হঠাৎ মোটসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন আনোয়ারা বেগম। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।