চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে শুরু হয়েছে। গতকাল রোববার ১০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মেয়র পদে কেউই মনোনয়নপত্র জমা দেননি। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। আগামী ২৮ ডিসেম্বর ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৩টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জনের মধ্যে ৩ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন, কাউন্সিলরের মধ্যে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে বিলকিস নাহার এবং ৩ নম্বর ওয়ার্ডে শাহিনা খাতুন ও মোমেনা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ৫ নম্বর ওয়ার্ডে নাজমুল হক মিল্টু ও মুন্সী আলাউদ্দিন আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান জোয়ার্দ্দার, ৭ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডে ফিরোজ শেখ, মোহাম্মদ আহসান ও শের আলী বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মেয়র পদে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ওবাইদুর রহমান চৌধুরী, শরীফ হোসেন দুদু, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক, শরিফ-উর-জামান সিজার, মো. আক্তারুজ্জামান, মুনজুরুল জাহিদ, তুষার ইমরান, তানভীর আহমেদ মাসরিকী, অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ এবং অ্যাড. মনিবুল হাসান পলাশ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
চুয়াডাঙ্গা পৌরসভার মোট ভোটার ৬৭ হাজার ৭৭৪ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮০৪ এবং মহিলা ৩৪ হাজার ৯৭০ জন। ৯টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৭৯৯৮ জন, ২ নম্বর ওয়ার্ডে ৭৯০০ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৬১৫২ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৬৩৭০ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৭৫১৯ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৮৬০২ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৮৪৯৮ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৭৬৭৫ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৭০৬০ জন। নির্বাচনে ৩৩ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান দায়িত্ব পালন করছেন। কর্মকর্তারা জানান, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
