মেহেরপুর অফিস:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির নিদের্শনায় দীঘিরপাড়া ও ঝাউবাড়িয়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে দীঘিরপাড়া ও ঝাউবাড়িয়া সড়কে বৃক্ষরোপণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইবনে মামুন, ইউপি সদস্য ওয়াসিম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলফিক্কার হোসেন, শাহবুদ্দিনসহ স্থানীয় নের্তৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বৃক্ষরোপণ করা হয়।