মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরিক্ষার হল পৌর কলেজ থেকে পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছ কলেজ শাখার ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-এ-খোদা রুবেলের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় প্রদক্ষিন শেষে একই স্থানে এস শেষ হয়। মিছিল শেষে রেজাউল চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের কুদরত-এ-খোদা রুবেল। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইয়াকুব ইসলাম, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মামুন, কলেজ শাখার ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, সাংগঠনিক সম্পাদক জাব্বার ইসলাম, যুগ্ম-সাংগঠনিক ফয়সাল আহমেদ, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাকসুুদুল আলম মিথেন প্রমুখ।
হোম আজকের পত্রিকা প্রথম পাতা মেহেরপুর সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরিক্ষার হল পরিবর্তন করার দাবীতে কলেজ ছাত্রলীগের...