
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি কলেজ বৃক্ষরোপন কর্মসূচী পালন কেরছে জেলা কৃষক লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক এম.এ খালেক। উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আল আমিন ইসলাম ধুমকেতু, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল মিয়া, সদর থানা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিপুন, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব, কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত- খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা , সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলামসহ কৃষক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।