সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর ও পৌরসভার পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের কাথুলী পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর শ্রীশ্রী হরিভক্তি প্রদায়নী পূজা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অভিজিৎ বোস মানা। এসময় বক্তব্য দেন শ্মশান ঘাট পূজা মন্দির কমিটির সভাপতি কাজল দত্ত, শ্রী শ্রী হরিভক্তি প্রাদায়নী পূজা মন্দিরের সাধারণ সম্পাদক কিশোর পাত্র। দ্বিতীয় অধিবেশনে সেখানে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, উত্তম কর্মকারকে সাধারণ সম্পাদক এবং মহিতোষ দাসকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে কাজল দত্তকে সভাপতি, উৎপল হালদারকে সম্পাদক এবং বাপ্পি সরকারকে সাংগঠনিক সম্পাদক করে মেহেরপুর পৌর শাখা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়। মেহেরপুর পৌর শাখার সভাপতি কাজল দত্ত এবং সাধারণ সম্পাদক শ্রী উৎপল হালদার সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরকার নির্বাচিত হয়েছেন ।
