মেহেরপুর শিল্পকলা একাডেমির অভিষেক অনুষ্ঠানে ডিসি আনোয়ার হোসেন
- আপলোড টাইম : ০৯:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৪৭৮ বার পড়া হয়েছে
সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যহত রাখলে সমাজ বদলে যাবে
মাসুদ রানা, মেহেরপুর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপধাক্ষ্য রফিকুল ইসলাম, অধ্যপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন। কার্যনির্বাহী সদস্যরা হলেন সহ-সভাপতি মফিজুর রহমান, মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম- সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, আলী রেজা বিচু, সদস্য আজিজুল হক, মহিদুল ইসলাম, মাহফুজুর রহমান খান মুন্না, সুলতানা রাজিয়া টনি, মিজানুর রহমান হিরন, মনোনিত সদস্য পল্লব ভট্টাচার্য ফৌজিয়া আফরোজ তুলি, আবুল হাসনাত দিপু, কোষাধ্যক্ষ হামিদুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসন বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজ বদলের হাতিয়ার হতে পারে। সুস্থ সংস্কৃতি দেশের ঐতিহ্যকে লালন করে। তিনি আরো বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যহত রাখতে হবে। কারন সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যহত রাখলে সমাজ বদলে যাবে বলে তিনি উল্লেখ করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন ফৌজিয়া আফরোজ তুলি, ফাতেমা ফারজানা নির্জনা, সুমনা, আজিজুল হক। মোমিনুল ইসলাম, সুলতানা রাজিয়া টনি, হীরা, প্রীয়া ও লাজুক। এর আগে অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কার্যকর কমিটির সদস্যদের ফুল ছিটিয়ে বরণ করা হয়। পরে তাদের ক্রেষ্ট ও উত্তরীয় পরানো হয়।