মেহেরপুর অফিস:
পূর্ব ঘোষণা ছাড়ায় আড়ৎদার কর্তৃক এক টাকা করে কমিশন কাটার কারণে মেহেরপুর বড়বাজার এলাকায় মাছ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে মাছ ব্যবসায়ীরা তাঁদের মাছ বিক্রি বন্ধ রেখে তাঁরা নিজ নিজ দোকানের সামনে অবস্থান করেন। মাছ ব্যবসায়ীরা জানান, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়ায় বুধবার সকালে আড়ৎ থেকে মাছ ক্রয় করতে গেলে শতকরা ১ টাকা করে কমিশন কাটা শুরু করেন। এ ঘটনার পরপরই বড় বাজার এলাকার মাছ ব্যবসায়ীরা আড়ৎ থেকে মাছ ক্রয় বন্ধ করে দেন এবং বাজারে মাছ বিক্রি বন্ধ করে দেন। এ ব্যাপারে তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ বলেন, বিষয়টি শোনার পরপরই উভয়পক্ষের সঙ্গে কথা বলার জন্য প্রক্রিয়া শুরু করেছেন তিনি। এদিকে হঠাৎ করে বড় বাজার এলাকায় মাছের বাজারে মাছ বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকে মাছ ক্রয় করতে এসে শূন্য হাতে ফিরে আসেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।