চুয়াডাঙ্গা শুক্রবার , ১৭ এপ্রিল ২০২০

মেহেরপুর পৌর মেয়র রিটনের খাদ্যসামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদন
এপ্রিল ১৭, ২০২০ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস পাড়া ও ঘাটপাড়া এলাকার কর্মহীন হয়ে পড়া সাড়ে ৩ শ অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।