মেহেরপুর পৌর কলেজ থেকে কেন্দ্র পরিবর্তনের দাবীতে মানবন্ধন

01

মেহেরপুর অফিস: উচ্চ মাধ্যমিক পরিক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবীতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে সরকারি কলেজের সামনে প্রধান সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি কুদরত-এ- খোদা রুবেল। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। মানববন্ধনে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিক্কার, কলেজ  ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তারিক, সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মিথেন প্রমুখ। কলেজের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তরা বলেন, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা পৌর কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নেয়। তাদের অভিযোগ ঐ কলেজের শিক্ষকরা পরিক্ষার্থীদের সামনে অশালীন আচারণ করে। ফলে পৌর কলেজে থেকে কেন্দ্র প্রত্যাহারের দাবী জানান বক্তরা।