মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলায় সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মেহেরপুর জেলা পুলিশ করোনাভাইরাস সর্ম্পকে সচেতনতামূলক প্রচারণাসহ জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সচেতনতামূলক প্রচারণাসহ মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।