মেহেরপুর নতুন দরবেশপুরে দিনমজুরের ঝুলন্ত লাশ!
- আপলোড টাইম : ০৫:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৯৪ বার পড়া হয়েছে
মেহেরপুর নতুন দরবেশপুরে দিনমজুরের ঝুলন্ত লাশ!
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুরে একটি আম গাছ থেকে মঙ্গল নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বারাদী ফাঁড়ি পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার পুরাতন দরবেশপুর কানাপুকুর মাঠ থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থনীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের ভাদু মন্ডলের ছেলে মঙ্গল মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে চায়না খাতুনের সাথে বিয়ে করে ঘর জামাই হিসেবে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। সংসারের সচ্ছলতা ফিরে আনতে মঙ্গল বারাদী বাজারের বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। দিনমজুরের কাজ করে সংসার পরিচালনার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তাকে। স্ত্রী চায়না খাতুন জানান, তার স্বামী মঙ্গল কয়েকদিন জ্বরে পড়েছিলেন। মুনিষ খাটা বন্ধ হয়ে যায় তার। তার উপর ৮/৯ টি ঋণের কিস্তি জমা দিতে এনজিও কর্মিরা চাপ সৃষ্টি করতে থাকে। এঘটনায় আগের দিন রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান মঙ্গল। সকালে কৃষকদের দেওয়া তথ্য মতে কানাপুকুর মাঠের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। মেহেরপুর সদর উপজেলার বারাদী ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলু মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এদিকে, এদিন বাদ জুম্মা মঙ্গলের মরদেহ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।