প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ শ গ্রাম গাঁজাসহ হালিম ও নাজিমউদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডিবি পুলিশ মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে হালিম ও নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেন। আব্দুল হালিম মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে এবং নাজিম উদ্দিন রামনগর গ্রামের সুরমান শেখের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর (পিপিএম) নেতৃত্বে সঙ্গীয় এএসআই মো. মাহাতাব উদ্দিন ও এএসআই মো. জসিম উদ্দীনসহ ডিবি পুলিশের একটি দল মুজিবনগরের রামনগর এলাকায় অভিযান চালায়। এসময় ৩ শ গ্রাম গাঁজাসহ আ. হালিম, নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।