মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাসভবনে মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের যুব মহিলালীগের সভাপতি ও সম্পাদক এবং মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের যুব মহিলালীগের সভাপতি ও সম্পাদকদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর থানা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতার সভাপতিত্বে মতবিনিময় সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর যুব মহিলালীগের সভাপতি রোকসানা কামাল রুনু, মুজিবনগর যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ। অপরদিকে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদিন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাসভবনে মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। মতবিনিময় সভায় যুব মহিলালীগের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।