মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলামের পেরেশানের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে মেয়র রিটন বলেন, ‘আপনারা জানেন মেহেরপুর জেলা যুবলীগ একটি সু-সংগঠিত এবং সুস্থধারার রাজনীতি করে। এখানে মাদকের সঙ্গে জড়িতদের কোনো স্থান নেই। মেহেরপুর জেলা যুবলীগ দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ীসহ কোনো সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, সাজিজুর রহমান সাজু, ইয়ানুস আলী, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান অপু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান সুইটসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।