চুয়াডাঙ্গা রবিবার , ১৯ এপ্রিল ২০২০

মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান

সমীকরণ প্রতিবেদন
এপ্রিল ১৯, ২০২০ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুরে অভিযান চালিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর কোর্ট সড়ক থেকে শুরু করে শহরের হোটেল বাজার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় বের হওয়া লোকজনকে অযথা ঘোরাফেরা এবং বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান। বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের মেজর শাহরিয়ার, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম, ক্যাপ্টেন নাসির উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।