মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, জামিরুল ইসলাম প্রমুখ। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলী সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সদস্যদের করোনা মোকাবিলায় বিভিন্ন প্রকার কার্যক্রম এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এ সময় জেলা পুলিশের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আসামি আটক, মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন ভালো কাজ করায় একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।