
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা নিয়ে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানউল্লাহ, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অরিফ-উজ-জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েতউদ্দীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আসাফউদ্দৌলা, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা এস. এম শফিউল আযম,প্রমুখ ।