প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেহেরপুরের মাসিক ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ মালিক ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে.এম শাহীন কবীর। জুমের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল ও সিভিল সার্জন ডা. জওয়াহরুল আনাম সিদ্দিকী।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।