মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. মিয়াজান আলী মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, প্যানেল মেয়র শহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামান হিলন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহফিজুর রহমান পলেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অ্যাড. মিয়াজান আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অ্যাড. মিয়াজান আলী আগামী এক বছর আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন। এ লক্ষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।