গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে গণগবেষণা সমিতি, নারীনেত্রী ও নাগরিক সমাজের স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিষয়ক মতনিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুন্দরবনের মতো অমূল্য সম্পদকে ধ্বংস করে রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপনে কোন সুফল বয়ে আনবে না। সুন্দরবনকে সারা বিশে^র জন্য অমূল সম্পদ আখ্যায়িত করে তিনি বলেন, এ নিয়ে যে আলাপ-আলোচনা হয়েছে তা ইতিবাচক। সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহবান জানান তিনি।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুজন উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন অস্ট্রেলিয়া হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ক্যাথিবার্ক, মেহেরপুর জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা ডক্টর আখতারুজ্জামান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ্জামান ও হাঙ্গার প্রজেক্টের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেরিনা কবির, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। উপস্থিত ছিলেন উপজেলা সুজন সম্পাদক আক্তারুজ্জামান অল্ডাম, উপদেষ্টা সৈয়দ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহামন ও হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।