মেহেরপুর গাংনীতে ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনকালে এমপি মকবুল
- আপলোড টাইম : ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৮১ বার পড়া হয়েছে
খেলাধূলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে
গাংনী অফিস: সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৩টায় গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। এসময় খেলার উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় তিনি বলেন, খেলাধূলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা আখতার বানু, মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, মেহেরপুর জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আব্দুল হালিম, গাংনী পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আ.লীগ নেতা শহিদুল ইসলাম, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান, কৃষকলীগ নেতা ফজলুল হক, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিন, ক্রীড়া ব্যক্তিত্ব আতর আলী, তানজিদুর রহমান মুক্তি,।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল একাদশ বনাম তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল একাদশ। খেলায় তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল একাদশ ৩-১ গোলে রাইপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি স্থানীয় কেবল টিভির মাধ্যমে গাংনী হাইস্কুল ফুটবল মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।