মেহেরপুর গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ : দেশীয় অস্ত্রের আঘাতে নারীসহ আহত ১২

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাটে দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল  মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর দুজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ বলে জানায় পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভরাট গ্রামের মোফাজ্জল হোসেন ও প্রতিবেশী সেলিম হোসেন পক্ষের মধ্যে বাড়ির পাশর্^বর্তী পথের জায়গা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই পথে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় সেলিম পক্ষের লোকজন। এর জের ধরে দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামার পরে মোফাজ্জেল পক্ষের রিংকু (৩৫), সেলিনা খাতুন (২৮), হাসি খাতুন (১৮) তাসলিমা খাতুন (৪০) ও মোফাজ্জেল হোসেন (৬০) এবং অপর পক্ষের আব্দুল হালিম (৩৫) এবং আব্দুর রশিকদকে (৬০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে হালিম ও রশিদের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।