মেহেরপুর গাংনীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আশরাফ গ্রামীন খেলাধুলা পুনর্জিবিত রাখতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে

Gangni pic Gangni pic-1গাংনী অফিস:  মেহেরপুরের গাংনীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার বলেছেন, বিলুপ্তি প্রায় ঐতিহ্যবাহি গ্রামীন খেলা-ধুলা পুনর্জিবিত রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। একমাত্র যুবকরাই পারে এই হারিয়ে যাওয়া গ্রামীন খেলা ধুলাকে ফিরিয়ে আনতে। তিনি আরও বলেছেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দুরে রাখতেও বড় ভূমিকা রাখবে এই গ্রামীণ খেলাধুলা। তাই মাঝে মাঝে গাংনী পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রান্তে এমন খেলার আয়োজন করতে যুবসমাজের প্রতি আহবান জানান। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাঁশবাড়ীয়া দক্ষিন পাড়ায় খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম আঃ কুদ্দুস ও ইউনুছ স্মৃতি  হা-ডু-ডু টুর্নান্টের আয়োজক কমিটির আহবায়ক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টুটুল মিয়া, ক্রীড়া প্রেমি সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মদনসহ । টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ গ্রহন করে । বাংলার ঐতিহ্যবাহি খেলাটি উপভোগ করতে ভিড় করেছেন মেহেরপুর জেলা ও এর পার্শ্ববর্তী জেলার অসংখ্য দর্শক। এক সময়ের প্রয়াত দুই নাম করা খেয়াড়ের স্মৃতি স্মরণ রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।