মেহেরপুরে হেরোইন খাওয়ায় দুজনের কারাদণ্ড

মেহেরপুর অফিস:
মেহেরপুরে হেরোইন খাওয়ার সময় সুলতান আলী এবং নবিরুল ইসলাম নামের দুজনের তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা প্রদান হয়েছে। গতকাল বুধবার রাতে মেহেরপুর শহরের কোর্টপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুলতানকে ৩ মাসের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের জেল এবং নবিরুলকে ৩ মাসের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের জেল দেওয়া হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সুলতান আলী মেহেরপুর শহরের কোর্টপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে এবং নবিরুল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের আইয়ূর আলীর ছেলে। জানা গেছে, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালালের নের্তৃত্বে কোর্টপাড়া এলাকায় ওই দুইজনকে হেরোইন সেবন করার সময় আটক করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩২ (১) ১৫ ধারা মোতাবেক জেল ও জরিমানা করা হয়।