মেহেরপুরে হকার্স ফেডারেশন সমাজকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

মেহেরপুর অফিস:
মেহেরপুরে হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে সমিতির কার্যালয়ে সাধারণ সভা শেষে নির্বাচনে মামলত হোসেন সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির ৯ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নূর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ সুকুমার অধিকারী, প্রচার সম্পাদক সদর আলী, নির্বাহী সদস্য প্রশান্ত কর্মকার ও পিপুলি খাতুন। হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক রফিকুল আলম, কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা সাংবাদিক মেহের আমজাদ এবং সমিতির উপদেষ্টা মেহেপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী।