প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গায় বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন (৮০) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার দুপুরেরর দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে। জানা গেছে, গতকাল সকালে মোয়াজ্জেম হোসেন মদনাডাঙ্গা গ্রামের রাস্তা পার হওয়ার সময় ডিম বোঝাই একটি আলগামন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত