প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গায় বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন (৮০) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার দুপুরেরর দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে। জানা গেছে, গতকাল সকালে মোয়াজ্জেম হোসেন মদনাডাঙ্গা গ্রামের রাস্তা পার হওয়ার সময় ডিম বোঝাই একটি আলগামন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।